আমি নিরব বলে, তোরা ভূল করেও এমন ভাবিস নে যেন আমি দুর্বল!
আহ্ রে হতভাগ্যের দল-
আমি দুর্বল’তো তার প্রতি, যিনি’ আমায় আজ , এখন পর্যন্ত শত বক্ররেখা ! নগ্ন চাহনি আর প্রচন্ড বজ্রাঘাত এর মাঝেও আমাকে আমার মতন টিকে থাকার পরীক্ষায় আজও ধৈর্য ধরতে শিখাচ্ছেন।
তোদের সবচেয়ে বড় শাস্তি তো হবে সেই দিন যেদিন তোদের শত প্রচেষ্টার পরেও যখন দেখবি আজিকার মতন সেদিনও আমি নীরবই থাকবো ।