মোঃ রকিবুল ইসলাম রকিব
সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ
কোথায় নেই তুমি!তুমিই তো আছো!
রাখালিয়া বাঁশি, জারি সারি ভাটিয়ালি গানে,
চনমনে কৈশোরে, লড়াই সংগ্রামে বিদ্রোহী শ্লোগানে,
তুমিই আছো সর্বত্রই এই তাবত সারাবাংলা জুড়ে!
গ্রীষ্মের কাঠ ফাটা দুপুরে, কৃষাণীর জমিনে কোকিলের কুহু ডাকে, বসন্তের চনমনে দিনে, শরতের আকাশে সুদূর তেপান্তরের দৃশ্যপটে,
শীতের সকালে শিশির মাখা ঝলসানো রৌদ্রে
বর্ষার বানে নৌকার নায়ে হঠাৎই মেঘনার ঘাটে
হেমন্তের নবান্নে ফসলীর উঠোনে ভীষণ উল্লাসে
সবুজ বাংলার মাঠে, ইলিশের হাটে, নদী জল ঘাটে, ছিলে না কোথায় তুমি! এই ষড়ঋতুর বাংলাদেশে!
আবারো আসবে তুমি বাংলার প্রান্তরে,
আবারো শোনাবে ছবক ঐ তর্জনী উঁচিয়ে!
হাঁটতে হাঁটতে ক্লান্ত জনতার ঘুমন্ত বেলায় আবারো আসবে তুমি আসবে!
দেখাবে স্বপন রঙিন ১৬ কোটি বাঙালির নিবন্ত চোখের পাতায়!
তোমায় খুঁজে না জাতি ইতিহাসের কোনো রক্ত পাতায়!
তুমি ছিলে, তুমিই থাকবে বাঙালির সকল বীরত্ব গাঁথা!
তুমি আজো আছো ১৬ কোটি হইয়া! গভীর আরাধনাা!
আর চিরদিনই থাকবে চিরঞ্জীব,
এ শাশ্বত সারাবাংলায়!!!