মানবতার হত্যাকারী, উগ্রবাদ মনুষত্বকে নিমজ্জিত করে, শৃঙ্খলা ভঙ্গ করে যুক্তিহীন কর্ম পরিচালনা আর জ্ঞানহীনতা বা ধৃষ্টতার শামিল!
#হুজুগে_গা_ভাসিয়ে দিলে প্রকৃত সত্য অনেকটা আড়ালেই থেকে যায়!!একটি রাষ্ট্র জন্মের সত্যিকারের ইতিহাস আর তার ঐতিহাসিক কারিগরদের কৌলিন্য কে অস্বীকার করা এ যেন বিবেচনাহীন অকৃতজ্ঞতার অভিপ্রায়!
#আসুন, যে উগ্রবাদ আরষ্ট করে এমন যুক্তিহীন কোন গুজবে গা’ না ভাসিয়ে প্রকৃত সত্যকে জানার চেষ্টা করি। নিজস্ব মেধা, বিচক্ষণতা ও বিবেচনাবোধ থেকে রাষ্ট্রের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করি ও স্বু-নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি।