পৃথিবী এখন আধুনিক যুগ থেকে উত্তরাধুনিক যুগে প্রবেশ করেছে,
আর এই সময়ে বাংলাদেশকে যদি কেউ মধ্যযুগের ফিরিয়ে নিয়ে যেতে চায় সেটা একেবারেই অগ্রহণযোগ্য !
#ভাস্কর্য এক জিনিস, এটা একটা শিল্পবোধের ব্যাপার’
আর মূর্তি হচ্ছে উপাসনার ব্যাপার।
ভাস্কর্য কে কেউ কখনো উপাসনা করে না ভাস্কর্যে অবলোপন করে ,ভাস্কর্য দেখে মানুষ আনন্দিত হয়।
সেই জায়গায় ভাস্কর্য নিয়ে যখন কথা বলা হয় ধর্মের নামে তখন তখন ধর্ম টা শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।