President of Bangladesh Students League at Mymensingh District Unit.

ফেইসবুক না থাকলে কি হতো? হয়তো অনেক কিছু হতো!

ফেইসবুক একটি উত্তম সামাজিক মাধ্যম যা মানুষকে পারষ্পরিক নৈকট্য লাভের সুযোগ প্রদান করেছে। দুঃখের বিষয় অনেক ব্যবহারকারী এই মাধ্যমের তাৎপর্য অনুধাবন করতে ব্যর্থ হয়ে শালীনতাবিহীন ও নোংরা আচরণে সমাজ কলুষিত করছেন।
ফেইসবুক না থাকলে কি হতো? হয়তো অনেক কিছু হতো। আবার হয়তো কিছুই হতো না। তবে আমার মনে হয় ফেইসবুক না থাকলে :
১। অসহায়ের মতো প্রিয় মাতৃভাষার অশুদ্ধ ও অপব্যবহার এবং অবমাননা দেখতে হতো না!
২। ব্যাঙ হাতিকে লাথি মারার সাহস করতো না!
৩। জমজমাট মিথ্যার বেসাতি হতো না!
৪। মানুষ নোংরামি ও কদর্যতার সীমা লংঘন করতে পারতো না!
৫। সবাই নিজকে সমাজে অবিচ্ছেদ্য মনে করতে পারতো না!
৬। পক্ষপাতিতুষ্ট আচরণ ইতরামিতে পরিণত হতো না!
৭। মির্জাফরদের পুনর্বাসন হতো না!
৮। বামন চাঁদের দিকে হাত বাড়াতো না!
৯। নিজের কান কেটে পরের যাত্রা ভঙ্গ করা সহজ হতো না!
১০। সীমাহীন বেয়াদপি চর্চ্চা হতো না!
১১। সবাই নিজেকে লেখক মনে করতো না!
১২। লেখকের জ্ঞানের বহর দেখে আতঙ্ক হতো না!
১৪। ছদ্মনামে অনায়াসে কেহ নিজকে দুষ্কর্মের জন্য আড়াল করতে পারতো না!
১৫। “ছাল নাই কুত্তার বাঘা নাম” হতো না!
১৬। অন্যের পরিষ্কার জামায় কেহ সহজে দাগ লাগাতে পারতো না!
১৭। যদু মধু রাম শ্যাম সবাই আপোষহীন নেতা সাজতে পারতো না!
১৮। আস্তাকুঁড় আর সরোবর এক হতো না!
১৯। জন্মদিনের তারিখ না জানা সত্ত্বেও ফেইসবুকে জন্মদিনের কেক কাটার ধুম পড়তো না!
২০। পুরানো ফটোতে নূতন কথা লিখে ধোঁকা প্রদান করা যেতো না!
২১। প্রতিনিয়ত মানির মান হরণের অপচেষ্টা হতো না!
২২। আত্মসম্মানবোধের অভাব এতো তীব্র হতো না!
২৩। কাক ময়ূর সাজতে পারতো না!
২৪। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ (বর্তমানে কোটি) টাকার স্বপ্ন দেখা হতো না!
২৫। গঙ্গারাম তেলি রাজা রামচন্দ্র সাজতে পারতো না!
২৬। লিখতে ও পড়তে না জানার দুঃখে হা-হুতাশ করতে হতো না!
২৭। চক্ষুলজ্জার এতো ঘাটতি হতো না!
২৮। ফটোর পোজ ও হাসির বাহার দেখে চোখে পানি আসতো না!
২৯। জ্ঞানহীন, জ্ঞানদানের সাহস করতো না!
৩০। গুজবের ঠেলায় সত্যের অপমৃত্যুতে সরল মানুষ বিভ্রান্ত হতো না!
৩১। উচ্ছন্নে যাওয়া হতো না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *