মোঃ রকিবুল ইসলাম রকিব,
সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
কিছু মৃত্যু শুধু মৃত্যুই হতে পারে বিনাশ বা ধ্বংস করতে পারেনা!রেখে যায় বিপ্লবী রক্ত!
সেই বিপ্লবী রক্তের স্রোতধারাই আজকের বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
কেউ উনাকে বানিয়েছেন কন্যা, কেউবা বোন, আর কারো কারোর কাছে উনি মা!
মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন! এ যে কত কষ্টের, কত অনুতাপের, কত বিষণ্নের তা শেখ হাসিনার চেয়ে বেশি কেউ উপলব্ধি করতে পারবে না।
বাংলার ঘরে ঘরে আজ শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল!
ষোলো কোটি মানুষের পিতা ও মাতা রয়েছেন আপনার চোখের পানি মুছে দিতে, ভাই বোনরা রয়েছেন বুবু বলে জড়িয়ে ধরতে, সন্তানরা আছে আপনাকে মাতার স্থানে বসিয়ে দিতে!
আমরা চাই বজ্র কঠিন শেখ হাসিনা!
যিনি হলেন রাজাকার আলবদর দুর্নীতিবাজদের যম! যার তেজের কাছে সাড়াবিশ্ব, নীতির কাছে মলিন আপোষকারী বিশ্বনেত্রী! নেত্রী শেখ হাসিনা চেতনার বাতিঘর।
৪৭’এর এই দিনে বঙ্গমাতার উদরে জন্মেছিলে বঙ্গবন্ধুর আদুরে তুমি বঙ্গকন্যা!
চরম চড়াই উতরাই পেরিয়ে ‘পিতা-পরিজন’ সব হারিয়ে
“৭০” বসন্ত ফাগুন পেরিয়ে আজ আপা তুমি “৭১’এ”!
তুমিই তো আজ দিশাহীন বুভুক্ষু বাঙালি হৃদের প্রচন্ড ক্ষরার একমাত্র আশার সন্তান
৭৫ পর ৮১>তব আগমনে তুমাতেই দেখেছি স্বপ্ন দিনমান
তুমিই রেখেছো-বাড়িয়েছো গর্বিত বাঙালির পরম সম্মান!
বঙ্গবন্ধু ‘পিতা-মহান’ দিয়ে গেলো স্বাধীনতার সম্মান
তুমি বঙ্গকন্যা করেছো রক্ষা পিতার সে অমূল্য দান
হয়তো কমও কিছু নয় তব এই গৌরব অবদান!
দেশরত্ন শেখ হাসিনা তুমিই তো মুজিব কন্যা
তুমি তো রাখিবে খেয়াল তুমিই তো বাঙালির ত্রাতা!
আজ তব জন্মদিনে নিও অযুত কোটি নিযুত শুভেচ্ছা
ভালো থেকো-রেখো খেয়াল প্রজন্মের স্বার্থহীন এক “আপা”!
তোমাতেই আজো ১৬ কোটি শাশ্বত বাঙালির ভীষণ আস্থা!
জয়তু-আপা,মানবতার মা!
বিশ্বনেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা
আজ তোমার হাতেই দেশ তাই আছি তো বেশ
কখনোই পথ হারাবেনা “বাংলাদেশ”!
জয় বাংলাজয় বঙ্গবন্ধু
